কিভাবে BBcode ব্যবহার করে আমাদের সাইট এ সুন্দর করে পোস্ট করবেন।

আস্সালামুআলাইকুম আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো, আছি তাই আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি পোস্ট নিয়ে, আশাকরি সকলে মনোযোগ সহকারে পড়বেন।
আজকের পোস্টের বিষয়

কিভাবে BBcode ব্যবহার করে ব্লগ পোস্টকে সুন্দর করবেন

wapkiz.com আগে আমাদের জানতে হবে bbcode কি এবং কেন এটার প্রয়োজন। BBcode কি?
Bbcode এর পূর্ণরূপ হচ্ছে Bulletin Board Code। প্রত্যেক সাইট এর ডেভেলপররা তাঁদের সাইট এর পোস্ট কে সুন্দর করার জন্য bbcode নিজেশ্ব ভাবে তৈরী করে যাতে ইউজার রা সেই কোড গুলো ব্যবহার করে পোস্ট কে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারে।
Bbcode কেন প্রয়োজন?
সবাই সুন্দরের অনুসন্ধানি, সবাই সুন্দর কে পছন্দ করে। তাই ব্লগ সাইট এ ইউজারদের আকর্ষণ করার জন্য পোস্ট এ bbcode ব্যবহার করে পোস্টেক সুন্দর বা কালার ফুল করা হয়। কয়েকটি উদাহরণ : কোনো গুরুত্বপূর্ণ লাইন কে মোটা করা বা কালার করা, লেখার নিচে আন্ডারলাইন তৈরী করা ইত্যাদি।
নিচে কিছু BBcode এবং ব্যবহারের নিয়ম দেওয়া হলো :
ফন্টকে বোল্ড বা মোটা করতে :
[b*]এখানে টেক্সট দিন [/b*]
যেমন :বোল্ড বা মোটা টেক্সট
ফন্টেকে ইতালিক বা বাঁকা করতে :]
[i*]এখানে টেক্সট দিন [/*i]]
যেমন :ইতালিক বা বাঁকা টেক্সট
টেক্সটের নিচে লাইন তৈরী করতে :
[u*]এখানে টেক্সট দিন [/u*] যেমন :আন্ডারলাইন টেক্সট
টেক্সটকে বডির মাজখানে নিয়ে আসতে :

এখানে টেক্সট দিন [/*p]

নোট :এখানে টেক্সটকে তিন ভাবে সাজানো যাই যেমন: বডির মাজখানে, বামদিকে বা ডানদিকে। ডানদিকে দিতে চাইলে center এর জায়গায় right দিন এর বামদিকে দিতে চাইলে left দিন।
যেমন : [p=center]center টেক্সট


পোস্টে লিংক দিতে :

[a*=url]এখানে সাইট নাম দিন [/*a]
নোট :url এর জায়গায় আপনার সাইট লিংক দিন যেমন : [a*=http://tricksbd.wapkiz.mobi]Tricksbd[/*a] যেমন :Tricksbd

পোস্টে ফটো যোগ করতে :

[img=url*]alter--nate text[/img*]
নোট :url এর জায়গায় ফটোর url দিন (http://example.com/image.png) আর alter--nate text এর জায়গায় ফটোর নাম দিন (example photo:/এটি মূলত ছবি না show করলে ছবির জায়গায় show করবে )

পোস্টে কোড (html, css, js) দিতে :

[code*]এখানে কোড দিন [/code*] যেমন :]
টেক্সট কে বক্সের মধ্যে শো করাতে :

এখানে টেক্সট দিন [/*div] যেমন :[div=border15] টেক্সট বক্সের উদাহরণ
ফন্টকে কালার করতে : [div=green*]এখানে টেক্সট দিন [/*div] Note: red কালার করতে green এর জায়গায় red দিন।
পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ, পরবর্তী পোস্টে দেখাবো কিভাবে নিজেরাই বিভিন্ন designer BBcode তৈরী করবেন এবং ব্যবহার করবেন।
সব সময় নতুন নতুন, টিপস, ট্রিকস এবং টিউটোরিয়াল পোস্ট পেতে আমাদের ট্রিকসবিডি (TricksBD) এর সাথেই থাকুন, ধন্যবাদ।

About Author

কিভাবে BBcode ব্যবহার করে আমাদের সাইট এ সুন্দর করে পোস্ট করবেন। (মন্তব্য 2 টি)

Related Posts

Our Category