সূরা আল-ফাতিহার নৈতিক শিক্ষা দেখে নিন একনজরে

আস্সালামুআলাইকুম আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো, আছি তাই আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি পোস্ট নিয়ে, আশাকরি সকলে মনোযোগ সহকারে পড়বেন।
uYl8W8.jpg আমার আজকের পোস্টের বিষয় হলোঃ সূরা আল-ফাতিহার নৈতিক শিক্ষা।
সূরা আল ফাতিহা মহান আল্লাহ সাথে বান্দার নিবিড় সম্পর্ক স্থাপনের মাধ্যম। অর্থাৎ আমরা সূরা আল-ফাতিহা বান্দাকে আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরী করে দেয়।বান্দা প্রতিনিয়ত সালাতে এ সূরা পাঠ করে মহান আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যমে সংযোগ স্থাপন করে। মহান আল্লাহ সমগ্র বিশ্বের মালিক। তিনি এক ও অদ্বিতীয়। বিচার দিনের অধিপতি ।যাবতীয় প্রশংসা ও ইবাদাত বন্দেগীর একমাত্র প্রাপ্য তিনি। তিনি সকল সৃষ্টির লালন-পালনকারী। তিনিই মানবজাতিকে সত্য-সূন্দর ও সরল-সঠিক পথের দিশা দেন। মানুষের উচিত একমাত্র তারই ইবাদাত করা এবং তারই কাছে যাবতীয় বিষয়ে সাহায্য প্রার্থনা করা। নবি-রাসুল ও আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের পথ অনুসরণের তাওফিক কামনা করা।
এই হলো সংক্ষিপ্ত আকারে সূরা ফাতিহার নৈতিক শিক্ষা
সব সময় নতুন নতুন, টিপস, ট্রিকস এবং টিউটোরিয়াল পোস্ট পেতে আমাদের ট্রিকসবিডি (TricksBD) এর সাথেই থাকুন, ধন্যবাদ।

About Author

সূরা আল-ফাতিহার নৈতিক শিক্ষা দেখে নিন একনজরে (মন্তব্য 0 টি)

Related Posts

Our Category